রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ১১ মার্চ ২০২৫ ১২ : ৪৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: যাঁরা হোলিতে রঙ এড়িয়ে চলতে চান তাঁদের মুসলিম মহিলাদের মাথার আবরণের মতো "ত্রিপলের হিজাব" পরতে হবে। মঙ্গলবার এমনই বিতর্কিত পরামর্শ দিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং। আলীগড়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, উত্তরপ্রদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী পুরুষদেরও একই পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, যদি কেউ নিজেদের টুপি এবং পোশাক পরিষ্কার রাখতে চান, তাহলে তাঁদের হয় ত্রিপলের হিজাব পরতে হবে, নইলে ঘরে থাকতে হবে।
রঘুরাজ সিং বলেছেন, "যে কেউ হোলির সময় রঙ এড়িয়ে চলতে চান তাদের উচিত ত্রিপল দিয়ে নিজেকে ঢেকে রাখা, ঠিক যেমন মুসলিম মহিলারা হিজাব পরেন। পুরুষদেরও তাণদের টুপি এবং পোশাক রক্ষা করার জন্য একই কাজ করা উচিত। যদি তাঁরা এটি করতে না পারেন, তাহলে তাঁদের বাড়িতে থাকা উচিত।"
মন্ত্রী আরও সতর্কবাণী যে, যাঁরা হোলি উৎসব ব্যহত করার চেষ্টা করছে তাঁদের কাছে সীমিত বিকল্প রয়েছে। বলেছেন, "এই ধরনের লোকদের জন্য তিনটি জায়গা আছে- তাঁরা হয় জেলে যান, অথবা যমরাজের (মৃত্যুর দেবতা) সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত হন।" মন্ত্রী জোর দিয়ে বলেন যে, হোলি অত্যন্ত পবিত্র এক দিন। এটা অত্যন্ত বিশ্বাসের বিষয়। হোলি যেকোনো মূল্যে উদযাপন করা হবে।
রঘুরাজ সিং বলেছেন, "সরকার নির্দেশ দিয়েছে যে হোলি উদযাপন করা হবে। সত্যযুগ, ত্রেতাযুগ এবং দ্বাপর যুগ থেকে এটি পালন করা হয়ে আসছে এবং কলিযুগেও এটি অব্যহত থাকবে।" হোলির রঙের প্রভাব নির্দিষ্ট কিছু মানুষের উপর পড়ার বিষয়ে উদ্বেগ উড়িয়ে দিয়ে সিং বলেন, "যদি মানুষের আপত্তি থাকে, তাহলে তাদের ত্রিপল দিয়ে তৈরি ভালোভাবে ঢাকা হিজাব পরা উচিত। আমরা ২০ বা ২৫ মিটারের মধ্যে রঙ সীমাবদ্ধ রাখতে পারি না।"
মন্ত্রী রঘুরাজ সিং আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ)-এর ধর্মীয় কাঠামোর দীর্ঘস্থায়ী সমস্যার কথাও তুলে ধরে জানান, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের মধ্যেই একটি মন্দির নির্মাণ করা উচিত। বলেন, "এএমইউ-এর ভেতরে ইতিমধ্যেই একটি মসজিদ আছে, তাই একটি মন্দিরও তৈরি করা উচিত। যদি এটি ঘটে, তাহলে আমিই প্রথম আমার সম্পত্তি বিক্রি করে এর জন্য দান করব। যদি আবুধাবিতে মন্দির তৈরি করা যায়, তাহলে এএমইউ-তে কেন নয়? এই বিশ্ববিদ্যালয়টি পাকিস্তানে নয়, হিন্দুস্তানে। প্রতিষ্ঠানটিকে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে সম্মান করতে হবে। তাদের বেতন আমাদের করের টাকা থেকে আসে। তাদের কোনও ভুল ধারনা থাকা উচিত নয় যে, ভারতীয় আইন এখানে প্রযোজ্য। অতএব, মন্দির নির্মাণ ন্যায্য। মানুষের তাদের সীমা অতিক্রম করা উচিত নয়।"
নানান খবর
নানান খবর

হন্যে হয়ে খুঁজছেন স্বামী, এদিকে আত্মীয়রা দেখছেন নিখোঁজ স্ত্রী তাজমহলে প্রেমিকের হাত ধরে ঘুরছেন!

চরম নিষ্ঠুরতা, ষাঁড়কে ট্রাক্টরের সঙ্গে বেঁধে টানা-হেঁচড়া, ছটফটিয়ে মৃত্যু অবলার

ভয়ঙ্কর! অ্যাসিডে ঝলসে ক্ষতবিক্ষত স্ত্রী, সন্তানরা, স্বামীর কীর্তি ফাঁস হতেই হতবাক পুলিশ

স্বামীকে গাড়িতে পিষে মারতে চেয়েছিলেন! স্ত্রী ও প্রেমিকের কাণ্ডে চোখ কপালে সকলের

পাবজি আসক্তি জীবনে নিয়ে আসতে পারে বিপদ, জড়িয়ে পড়তে পারেন মাদক চক্রে

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘সংবিধান বাঁচাও’ র্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব